শনিবার, আগস্ট ১৬, ২০২৫

বোয়ালিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে ১১ তম ইসলামী মহাসম্মেলন সম্পন্ন

আপডেট:

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
গতকাল ১৮ জানুয়ারী শনিবার উত্তর বোয়ালিয়া সংলগ্ন ময়দানে বোয়ালিয়া ইসলামী যুব সমাজের ব্যবস্হাপনায় ইসলামী মহা সম্মেলন মাওলানা ফারেছ আহম্মদের পরিচালনায় বোয়ালিয়া ইসলামী বড় মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা রেজাউল আজিমের সভাপত্বিতে মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমান হিসাবে উপস্হিত ছিলেন আল জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মুহাদ্দিস আল্লামা শেখ আহম্মদ-প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আল্লামা গাজী ইয়াকুব ওসমানী-বি বাড়িয়া।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আল্লামা ডা,আ ফ ম খালিদ হোসেন অধ্যাপক ওমর গণি এম এস কলেজ চট্টগ্রাম।

আরো উপস্হিত ছিলেন আল্লামা হোছাইন আহম্মদ মুহাদ্দিস জিরি মাদ্রাসা,আল্লামা আশরাফ আলী নিজামপুরি সিনিয়র শিক্ষক হাটাজারী মাদ্রাসা আল্লামা মুফতি কাউছার হামিদ ফেনবী-শিক্ষক বোয়ালিয়া ইসলামী বড় মাদ্রাসা।

বিজ্ঞাপন

এতে ইসলামী সংগীত পরিবেশণ করেন নবজাগরণ শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক আল্লামা আলমগীর বিন কবির।

এসময় আরো উপস্হিত ছিলেন অত্র সংগঠনের সদস্য মাওলানা সাইফুল ইসলাম মাষ্টার মান্নান, হারুন একরাম শহিদ নাজিম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত