বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বোয়ালখালী ওরশে আলা হযরত এর সকল প্রস্তুতি সম্পন্ন

আপডেট:

এস.এইচ জুনাঈদী, চট্টগ্রাম:
আগামী শনিবার (১৯ অক্টোবর) বোয়ালখালী উপজেলার বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় ইমাম আহমদ রযা খান ফাযেলে বেরলভী (রা:) এর ১০১ তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরছে আ’লা হযরত ওয়াজ মাহফিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। বাদ যোহর শুরু হয়ে মাহফিল চলবে মধ্যরাত পর্যন্ত। মঞ্চ প্রস্তুত, সামীয়ান, মাইক ও লাইটিং সহ সকল প্রস্তুতি শেষ হয়েছে।

চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফ্তি মুহাম্মদ ইদ্রিছ রজভী’র সভাপতিত্বে মাহফিলে বয়ান পেশ করবেন, আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী, মুফ্তি আলউদ্দিন জেহাদী, আব্দুল আজিজ আনোয়ারী, গাজী আবুল কালাম বয়ানী, মুফ্তি ফরিদুল আলম রেজভী। এছাড়াও আরো দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, সাংবাদিক, বুদ্ধিজীবিগণ উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা’র অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা সকলকে ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত