বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বোয়ালখালীতে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, চাপ সামলাতে রীতিমত হিমশিম চিকিৎসকরা!

আপডেট:

এস.এইচ.জুনাঈদী :
হঠাৎ করেই বোয়ালখালীতে শুরু হয়েছে ডায়রিয়ার প্রকোপ । মে মাসের শুরু থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫১ জন । বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হওয়ায় সংকটের কারণে মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে । অতিরিক্ত রোগীর চাপ সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা । তবে চিকিৎসক সংকট ও অব্যবস্থাপনার কারণে দুর্ভোগে রোগী ও স্বজনরা।

হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিপুল সংখ্যক রোগী ভর্তি হওয়ায় হিমশিম খাচ্ছে চিকিৎসকরা । তবে গরমের মৌসুম শুরু হওয়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে এমনটাই বলছেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান।

বিজ্ঞাপন

বিশুদ্ধ পানি পান ও অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকলে ডায়রিয়া থেকে রক্ষা পাওয়া যাবে বলছেন চট্টগ্রামের প্রাক্তন সিভিল সার্জন ডা. আবু তৈয়ব।

গেল ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৩৪ জন রোগী।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত