বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মোটর সাইকেল চুরি করে পালানোর সময় তিন চোরকে আটক করেছে থানা পুলিশ।
২ আগস্ট, মঙ্গলবার ভোর ৪টার দিকে আনোয়ারা উপজেলা থেকে সুজুকি ব্যান্ডের একটি মোটর সাইকেল চুরি করে পালাচ্ছিল তারা।
বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় মোটর সাইকেলের তেল শেষে হয়ে গেলে বিপাকে পড়েন চোরের দল। এ সময় খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশের টহল টিম তাদের আটক করেন।
থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, আনোয়ারা উপজেলার মো.হাসানের সুজুকি ব্যান্ডের একটি নীল রঙের মোটর সাইকেল (চট্টমেট্রো ল ১৭-৯৮৫৩) চুরি করে তিন যুবক। তারা মোটর সাইকেলটি চালিয়ে বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় পৌঁছেন। তবে গাড়িটির তেল ফুরিয়ে যাওয়ায় জাহাঙ্গীর মার্কেটের সামনে অবস্থান নেন। মূলত গাড়িটি তারা বিকল্প উপায়ে চালু করলেও তেলের ট্যাংক খুলতে পারেননি। ফলে বিপাকে পড়ে যায় তারা। তাদের আচরণে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশে খবর দেন।
আটকৃতরা তাদের নাম আনোয়ারা বরুমচড়া ইউনিয়নের আবদুস সালামের ছেলে আলমগীর (২৫), আবুল কালামের ছেলে মিজান (২৪) ও বদিউল আলমের ছেলে শরীফ (২১) বলে জানিয়েছে। তাদের আনোয়ারা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক।
মোটর সাইকেলের মালিক আনোয়ারা বৈরাগ ইউনিয়নের বাসিন্দা মো. হাসান বলেন, মঙ্গলবার ভোরে ঘরের সিঁড়ির নিচে রাখা মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায় চোরের দল। এ ঘটনায় সকালে আনোয়ারা থানায় অভিযোগ দেওয়া হয়েছে।