বুধবার, আগস্ট ১৩, ২০২৫

বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে নৌপথে জশনে জুলুছ উদযাপন

আপডেট:

মুহাম্মদ জুয়েল,
বোয়ালখালী শ্রীপুর দরবার শরীফের উদ্যোগে ও সুলতানুল হিন্দ সুন্নি ফাউন্ডেশন এবং শ্রীপুর ইমাম শেরে বাংলা সুন্নি ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে নৌপথে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ৯ই রবিউল আউয়াল সকাল ৮টায় মাওলানা আবু শাহেদ কাদেরী মিলাদ, কিয়াম মোনাজাতের মাধ্যমে আঞ্জুমানে দরবারে রাহমানির শাহাজাদা ক্বারী মাওলানা ফরিদ উদ্দিন রহমানি জশনে জুলুছটি উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

জুলুছটি শ্রীপুর দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব আব্দুল করিম আল কাদেরীর ছদারতে মুহাম্মদ হাবিবুর রহমানের পরিচালনায় শ্রীপুর বুড়া মসজিদ সত্বর থেকে বের হয়ে হযরত হানিফ শাহ, আব্দুর রহিম শাহ ও শাহসুফি এছলাজুর রহমান আল কাদেরীর মাজার জিয়ারত শেষে র‍্যালী করে ভাঙ্গা পুকুর ঘাট থেকে নৌপথে কাঙালি শাহ, কাউখালী বাচা বাবা মাজার জিয়ারত করে পুনরায় নৌপথে ভরা পুকুর ঘাট হয়ে চরণদ্বীপ দরবার শরীফে যোহরের নামাজ আদায় করে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।

বক্তারা বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) শুভ আগমন উপলক্ষ্যে সবাই স্থলে নবী জুলুছ করলেও জলপথে ১৩ বছর ধরে জশনে জুলুছ করে আসছে শ্রীপুর দরবার শরীফ ও সুলতানুল হিন্দ সুন্নি ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

পরিশেষে চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব আল্লামা শহিদুল্লাহ আল ফারুকী দেশ ও জাতির মঙল কামনায় দোয়া মোনাজাত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত