শাহাদাত হোসাইন জুনাঈদী, চট্টগ্রাম:
মদিনার সনদে মহানবী (দ.) একটি রাষ্ট্রে সকল ধর্ম বর্ণের মানুষের শান্তিপূর্ণ বসবাসের জন্য যে ঐতিহাসিক লিখিত সনদ রেখে গেছেন। যার কোনো সন্দেহ নাই যে বিশ্ববাসীর জন্য এটি নির্ভেজাল ও সুস্পষ্ট দলিল। এরপরও সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং মহানবী (দ.) শানে কটুক্তি করছে একশ্রেণির ইসলাম বিদ্বেষীরা। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উঠেপড়ে লেগেছে।তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। লক্ষকোটি মানুষের প্রাণের দাবী জাতীয় সংসদের আগামী অধিবেশনে মহানবী (দ.)’র শানে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন পাশ করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের বোয়ালখালী উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন বক্তারা।
চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের খতিব আল্লামা শোয়াইব রেজার সভাপতিত্বে ও সংগঠক আকতার হোসেন তালুকদার ও আবদুন নবী আলকাদেরী’র যৌথ সঞ্চালনায় গত ২৬ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা সদরস্থ কমিউনিটি সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় পরিষদের মহাসচিব, পীরে তরিক্বত অধ্যক্ষ মাওলানা সৈয়দ মসিহুদ্দৌলা (মা.জি.আ.)। সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুর রহীম আলকাদেরী (ম.), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ওবায়দুল হক হক্কানী, আল্লামা মুফতি ফরিদুল আলম রেজভী, অধ্যক্ষ সাজেদুল্লাহ্ আজিজি, হাফেজ আহমদ আলকাদেরী, উপাধ্যক্ষ ইউনুচ মিয়া, মাওলানা আবদুল গফুর, অধ্যক্ষ মোজাম্মেল হক কুতুবী, কখুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, মাওলানা আজিজুল হক রেজভী, মাওলানা ইলিয়াছ নক্শবন্দী, মাওলানা মাহফুজুল হক আল কাদেরী, আহমদুল হক মাইজভান্ডারী, অধ্যক্ষ জাহেদুল হক তালুকদার, উপাধ্যক্ষ জালাল উদ্দীন ফারুকী, উপাধ্যক্ষ আবদুল মান্নান। সম্মেলনে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এম জসিম উদ্দীন, কাজী আ.ন.ম ইয়াছিন, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দীন তৈয়বী, প্রবাসী শাহজাহান, একরাম হোসেন, মাওলানা আবু নাছের জিলানী, মাওলানা মহিউদ্দীন আলকাদেরী, ইব্রাহিম সওদাগর, নুরুল ইসলাম রহিমী, আমানত উল্লাহ্, মোজাম্মেল হক মারুফ, গোলাম মোস্তাফা, এস কে জাহাঙ্গীর, প্রফেসর সালাউদ্দীন, মাওলানা জয়নাল আবেদীন আলকাদেরী, আবদুল্লাহ্ আল মামুন, এম,এ মোমেন, হাফেজ সাইফুদ্দীন, আবদুল খালেক, আবদুল মোতালেব সেলিম মাইজভান্ডারী, শাহ আলম, মো. ইসহাক, মো. নাছের, কাজী মিজানুল কাদের প্রমুখ।
পরিশেষে সম্মেলনে উপস্থিত সর্বসম্মতি ক্রমে মুফতি আবদুর রহিম আল কাদেরীকে সভাপতি, কাজী ওবাইদুল হক্কানীকে সাধারণ সম্পাদক ও আহমদুল হক মাইজভান্ডারী কে সাংগঠিক সাম্পদক মনোনীত করে ১৫১ সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জমা’আত বোয়ালখালী শাখার কমিটি ঘোষণা করা হয়।