কক্সবাজারে সমুদ্রে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু, নিখোঁজ রুয়েট শিক্ষার্থী
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রফিকুল ইসলাম নামে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফুল ইসলাম।
ট্যুরিস্ট পুলিশ জানায়, শনিবার (১০ আগস্ট) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বিশ্ববিদ্যালয় পড়ুয়াসহ কয়েকজন শিক্ষার্থী সাগরে গোসলে নামে। এসময় স্রোতের টানে ৫ জন ভেসে যান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লাইফ গার্ডের কর্মীরা ৩ জনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
পরে বিকেলে লাইফ গার্ড কর্মীরা চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এখনো নিখোঁজ রয়েছেন রাজশাহী প্রকৌশল বিদ্যালয়ের ছাত্র আরিফুল ইসলাম। এদের সবাই বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী। কোরবানির ঈদ উপলক্ষে এরা গ্রামের বাড়ি কক্সবাজারে গিয়েছিলেন।