দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি:
‘বিট পুলিশ সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়ি জেলার পানছড়িতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯নভেম্বর ২০২০খ্রিঃ) পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল হোসেনের নেতৃত্বে ৩নং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মোঃ কামরুজ্জামান (ওসি তদন্ত) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, ৩নং পানছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
সভায় বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন রোধ ও মাদকদ্রব্যের প্রতিরোধ, সাইবার বুলিং বিষয়ে যুবকদেরকে সচেতনতা তৈরী, ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য প্রদান না করা এবং বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার বিষয়ে আলোচনা করা হয়।