রবিবার, আগস্ট ১৭, ২০২৫

বিজয় দিবসে রেড ক্রিসেন্টের উন্মুক্ত রক্তদান কর্মসূচী

আপডেট:

রিয়াজুল করিম রিজভী,
৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের পৃষ্ঠপোষকতকায় ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের সহযোগীতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে নগরীর সিআরবি শিরীষ তলায় উন্মুক্ত রক্তদান কর্মসূচী ও করোনা সচেতনতা মূলক কার্যক্রম করা হয়।

উন্মুক্ত রক্তদান কর্মসূচী কার্যক্রমে সিআরবি শিরীষ তলায় আগত দর্শণার্থীদের রক্তদানে উদ্ধুদ্ধকরণ করতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন এলাকা থেকে আসা জনসাধারণরা উদ্ধুদ্ধ হয়ে রেড ক্রিসেন্টের নিজস্ব ভ্রাম্যমাণ গাড়িতে রক্তদান করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম এর তত্ত্বাবধানে রক্তদান কর্মসূচী পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব প্রফেসর আবদুল আলীম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার, কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম.সালাউদ্দীন। উন্মুক্ত রক্তদান কর্মসূচীতে ২২ ব্যাগ রক্ত সংগ্রহ হয়।

উক্ত কর্মসূচীতে যুব রেড ক্রিসেন্টের চট্টগ্রামের উপস্থিত ছিলেন যুব উপ প্রধান-২ মোঃ মঈনুল ইসলাম, বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিভাগীয় প্রধান গাজী মোঃ ইফতেখার হোসেন ইমু, ক্রীড়া ও প্রচার-প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশসহ কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত