নিজস্ব প্রতিবেদকঃ
করোনা প্রাদুর্ভাবে মানুষ পবিত্র শবে বরাতে মসজিদে না গিয়ে বাসায় ইবাদত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ’র খতিব হাফেজ মাওলানা আহমদুল হক।
তিনি বলেন, মহামারিতে মসজিদে নামাজ না পড়ে বাসায় পড়াটা শরিয়ত সম্মত। পবিত্র কোরআন-সুন্নাহ’র আলোকে প্রমাণিত বিপদের সময় বাসায় নামাজ পড়া যাবে।
মাওলানা আহমদুল হক বলেন, রাসুল (সা.) এর যুগে কোনো জনপদে মহামারি দেখা দিলে সেখানে প্রবেশ ও বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। যাকে আমরা এখন লকডাউন বলে থাকি। তাই যখন সংক্রামক কোনো রোগ ছড়িয়ে পড়ে- তখন আমাদেরকে অবশ্যই সতর্ক থাকা দরকার।
তিনি বলেন, মুষলধারে বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়া যখন যায় না তখন বাসায় ইবাদত করার কথা বলা আছে হাদিস শরীফে। করোনা ভাইরাস এর চেয়ে ভয়াবহ। মসজিদে বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসেন- তাই রোগ সংক্রমণ ঠেকাতে এ মুহূর্তে বাসায় ইবাদত করতে হবে।
করোনা ভাইরাসের এ প্রাদুর্ভাবের সময় মসজিদে না গিয়ে বরং নিজ নিজ বাসায় নামাজসহ ইবাদত করাই অধিক যুক্তিযুক্ত ও ইসলাম সম্মত বলে মত দেন এ আলেম।