বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে এক নারীর মৃত্যু

আপডেট:

বান্দরবান প্রতিনিধি,
বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গোলাগুলিতে শান্তিলতা তঞ্চঙ্গ্যা নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে ওই নারীর ৪ বছর বয়সী শিশুসন্তান।

পুলিশ জানায়, রোয়াংছড়ি উপজেলার নাইতিংঝিরি এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন খবর পেয়ে সেনাসদস্যরা অভিযানে যান। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক শান্তিলতা তঞ্চঙ্গ্যাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনা বাঘমাড়ায় সংস্কারপন্থী জনসংহতি সমিতির ৬ নেতাকর্মীদের হত্যার সাথে জড়িতরা ঘটিয়ে থাকতে পারে, বলছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত