নিজস্ব প্রতিবেদক,
বান্দরবানে সন্ত্রাসীর গুলিতে ৬ জন নিহতের ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে সদর থানায় মামলা করেন জেএসএস সংস্কারপন্থি গ্রুপের জেলা সাধারণ সম্পাদক উবামং মারমা। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে একটি মরদেহ স্বজনদের এবং অন্যগুলো উবামং মারমার কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার পর থেকে রাজবিলা ইউনিয়নের বাগমারা এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানকার বাজার ও দোকানপাট বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জোরদার করা হয়েছে যৌথ বাহিনীর টহল।
মঙ্গলবার রাজবিলা ইউনিয়নে এমএন লারমা গ্রুপের বান্দরবান জেলা কমিটির সভাপতি রতন তঞ্চঙ্গ্যার বাড়িতে এলোপাতাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই তিনিসহ নিহত হন ছয়জন। গুলিবিদ্ধ হন আরো তিনজন।
তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।