বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বান্দরবানে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৬

আপডেট:

বান্দরবান প্রতিনিধি,
বান্দরবানের রাজভিলায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ৬ জন নিহত হয়েছেন। তারা জেএসএস সংস্কারপন্থী দলের ৬ নেতাকর্মী বলে দাবি করেছে গ্রুপটি। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো দু’জন।

মঙ্গলবার (০৭-০৭২০২০) সকাল ৭টার দিকে বান্দরবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়নে বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন জেএসএস এমএন লারমা গ্রুপের বান্দরবান সমন্বয়ক রতন তঞ্চঙ্গ্যা, সদস্য বিমল কান্তি চাকমা, ডেবিট মারমা, প্রগতি চাকমা, দিপেন ত্রিপুরা ও জয় ত্রিপুরা।

জানা গেছে, সকালে রতন তঞ্চঙ্গার বাসায় নাস্তার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নিহতরা। এমন সময় সশস্ত্র একদল সন্ত্রাসী তাদের ঘেরাও করে এলোপাথাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা নামে দুই কর্মী।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত