বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বান্দরবানে নতুন করে আক্রান্ত ৪ জন, মোট আক্রান্ত ৮৪ জন

আপডেট:

বান্দরবান প্রতিনিধি,
বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে শিশুসহ ৮৪ জন। আজ রোববার (১৪ জুন) রাত পৌনে ১০টার দিকে জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা এ তথ্য জানান।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় নতুন আক্রান্তরা হলেন জেলা শহরের স্টেডিয়াম এলাকার বাসিন্দা সালেহা বেগম, একই এলাকার জাকারিয়ার পুত্র আছাদ, একই এলাকার হুমায়ুন আহম্মেদের পুত্র ইফতিছাম রামি, জেলার মহিলা আওয়ামী লীগ নেত্রী এমেচিং এর ভাই, উজানী পাড়ার বাসিন্দা ক্যাউ চা প্রু।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিভাগ আরো জানায় ,জেলায় এ র্পযন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮৪জন আর ১৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাডি ফিরেছেন ।

বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা জানান ,এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ১হাজার ৯শত ২৬জনের,তার মধ্যে রির্পোট মিলেছে ১হাজার ২শত ৬২জনের,এদের মধ্যে ৮৪জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তিনি আরো জানান, জেলায় করোনার উপর্সগ নিয়ে একজনের মৃত্যু হয়েছে এবং তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে। এই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় একজন মারা গেছে।

বিজ্ঞাপন

ঔষধ করোনা করোনাভাইরাস বান্দরবান পার্বত্য জেলা বান্দরবান সদর উপজেলা বান্দরবান সদর হাসপাতাল লকডাউন স্বাস্থ্য বিভাগ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত