বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বান্দরবানে নতুন করে আক্রান্ত ৩৮জন, সর্বমোট আক্রান্ত ২৩৯ জন

আপডেট:

বান্দরবান প্রতিনিধি,
গেল ২৪ঘন্টায় বান্দরবানে ৩৮জন করোনা রোগী সনাক্ত হয়েছে। সনাক্তদের মধ্যে ২৬জন বান্দরবান সদরের, ১০ জন লামা উপজেলা ও ২জন রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা। এ নিয়ে বান্দরবান জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৯ জনে, নতুন আক্রান্তদের হাসপাতালের আইসোলেশানে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৩৯ জন আর ৫৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১ হাজার ১শত ২জন জন ছিল তার মধ্যে ১ হাজার ৬৮জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১০জন ছিল এর মধ্যে ১শত ১০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা জানান, এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৪শত ৭৩জনের,তার মধ্যে রির্পোট মিলেছে ২ হাজার ৫৪ জনের,এদের মধ্যে ২৩৯ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তিনি আরো জানান, জেলায় করোনার উপর্সগ নিয়ে একজনের মৃত্যু হয়েছে এবং তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে।

সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা আরো জানান, বান্দরবানের করোনা রোগীদের সেবা দিতে গিয়ে অনেক ডাক্তার,নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিজেরাই করোনায় আক্রান্ত হয়েছে,তারপরে ও জেলার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য বান্দরবানের স্বাস্থ্যবিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত