বুধবার, আগস্ট ১৩, ২০২৫

বান্দরবানে জলবায়ু ধর্মঘট পালিত!

আপডেট:

আসিফ ইকবাল, নিজস্ব সংবাদদাতা,
‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ডে’ উপলক্ষে বান্দরবানে জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বান্দরবান মুক্ত মঞ্চ চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

বৈশ্বিক জলবায়ু কার্যক্রম সপ্তাহের অংশ হিসেবে সুইডিস পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের আহ্বানে সাড়া দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

পরিবেশবাদী সংগঠন ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’, ‘কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাব’, ‘বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট’, ‘ফ্রাইডেস ফর ফিউচার’ যৌথভাবে ধর্মঘট পালন করে।

এ সময়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নত দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়ন, পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সুবিচারের দাবিদাওয়া সম্বলিত নানা প্লাকার্ড প্রদর্শন করে।

বিজ্ঞাপন

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জেলা সমন্বয়ক সৈয়দ জিসান মাশরুরের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন জেলা সহ সমন্বয়ক ও মরহুম আলী মিঞা কবিরাজ স্মৃতি সংসদ বান্দরবানের সভাপতি আসিফ ইকবাল, ইউনাইটেড ফর ডেভেলপমেন্ট এর পরিচালক কামরুল হাসান ফাহিম, বিডি ক্লিন বান্দরবানের সদস্য পারভেজ আদনান, জসিম উদ্দিন সহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত