বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাটির দেওয়াল ধসে একজন নিহত

আপডেট:

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুমে মাটির দেওয়াল চাপায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে নুরুল বশর নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত ওই ব্যক্তি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঘোনারপাড়া এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে। রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ জানান, বাড়ীর দেওয়াল ধসে পড়ার সময় সে নিজ বাড়ীতে ঘুমন্ত অবস্থায় ছিল। স্থানীয় লোকজন বাড়ীর মাটির দেওয়াল ভেঙ্গে নুরুল বশরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত