সোমবার, আগস্ট ১৮, ২০২৫

বাকলিয়ায় জামায়াতে ইসলামীর গণসংযোগ সপ্তাহ উপলক্ষে লিফলেট বিতরণ ও সমাবেশ

আপডেট:

নিজস্ব প্রতিবেদক,
জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত গণসংযোগ সপ্তাহ উপলক্ষে বাকলিয়ার বিভিন্ন এলাকায় সংগঠনের পরিচিতি,প্রচারপত্র ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ ৭মার্চ।

থানা আমীর এ আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ শাহজাহান।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক, অর্থনৈতিক সার্বিক অবস্থা জনগণের নিকট তুলে ধরাই এ সপ্তাহের লক্ষ্য। ইসলামী জীবন বিধান বাস্তবায়নের পক্ষে জনসমর্থন তৈরি এবং প্রয়োজনীয় দলীয় কর্মসূচি নিয়ে জনগণের নিকট পৌঁছানোই এ সপ্তাহের লক্ষ্য।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত