বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বাংলাদেশে করোনা আক্রান্তের ঐতিহাসিক দিন আজ

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
২০২০ সালের ৮ মার্চ। বছরের অন্য দিনগুলোর মতো ওইদিনও স্বাভাবিক জীবনযাত্রা শুরু করেন দেশবাসী। বেলা গড়িয়ে দুপুরের পর হঠাৎ এক খবরে থমকে যান সবাই। কারণ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এক ব্রিফিংয়ে দেশে প্রথম করোনা রোগী শনাক্তের তথ্য জানায়। সেদিন দেশে তিনজন রোগী শনাক্তের কথা বলা হয়। যে খবরে প্রায় সবার মধ্যে এক অজানা ভয়-আতঙ্ক ভর করে।

করোনা নিয়ন্ত্রণে ১৮ দিন পর ২৬ মার্চ দেশে লকডাউন ঘোষণা করে সরকার। এরই মধ্যে দেশে ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। ওই সময় পর্যন্ত মারা যান পাঁচজন। সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে। সবধরনের পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন করণীয় ঘোষণা আসতে থাকে।

বিজ্ঞাপন

এর মধ্যে বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণ রোধে সবাইকে বারবার হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা আর মুখে মাস্ক পরিধানের নির্দেশনা দেওয়া হয়।

করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের মার্চে পাঁচজন, এপ্রিলে ১৬৩ জন, মে মাসে ৪৮২ জন, জুনে এক হাজার ১৯৭ জন, জুলাইয়ে এক হাজার ২৬৪ জন, আগস্টে এক হাজার ১৭০ জন, সেপ্টেম্বরে ৯৭০ জন, অক্টোবরে ৬৭২ জন, নভেম্বরে ৭২১ জন, ডিসেম্বরে ৯১৫, ২০২১ সালের জানুয়ারিতে ৫৬৮ জন এবং ফেব্রুয়ারি মাসে ২৮১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ করোনা বিষয়ক বুলেটিনে দেখা যায়, রোববার (৭ মার্চ) পর্যন্ত বাংলাদেশে পাঁচ লাখ ৫০ হাজার ৩৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে আট হাজার ৪৬২ জনের। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ তিন হাজার তিনজন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত