চাইথোয়াইমং মারমা, রাজস্থলী প্রতিনিধি:
রাংগামাটি জেলার রাজস্থলী উপজেলাতে ৩নংবাংগালহালিয়া ইউপিতে ঐতিহ্যগত হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে সাবেক বিহারাধ্যক্ষ ১৬ মে শনিবার রাত অানুমানিক ৮:১০মিনিটে নিজ বৌদ্ধ বিহারে উঃনাইদিয়া মহাথেরো মহোদয় পরলোক গমন করেন। তাঁহার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর এবং ৫৭বছর বষার্বাস প্রাপ্ত হয়েছিলেন। তিনি একজন মানব জীবনে অবিবাহিতও চিরকুুুুুমার ছিলেন। বৌদ্ধ ধর্মের অনুুুুযায়ী গৃহ সংসার ত্যাগ করেছিলেন তিনি। কেন্দ্রীয় বিহারে প্রাত্তন কমিটি পক্ষে প্রবীন সদস্যরা কয়েকজন জানান, আমাদের সাবেক বিহারাধ্য ক্ষ উ:নাইদিয়া মহাথেরো প্রায় ৮/১০ বছর বয়সে ভিক্ষু জীবন শুরু করে বলে জানা যায়। তিনি বৌদ্ধ ধর্মের গীতা পাঠের উপরে মায়ানমার বা বার্মা গিয়ে উচ্চ ডিগ্রী গ্রহণ করেছে। কেন্দ্রীয় বিহারে ধর্মপ্রাণ। অনুুুুসারী উপাসক উপাসিকারা জানান,আমাদের প্রয়াত বড় ভান্তের ধর্মের দেশনায় এত সুরে মধুর আকারে দিতে পারে যা কল্পনা করা যায় না। আমরা এক ধর্মের বড় ভান্তে কে হারিয়েছি। শুুধু আমাদের মাঝে রেখে যাওয়া ভান্তে সৃটি অমরে বেঁচে থাকবে। এতে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বর্তমান কমিটি বা অন্ত্যস্টিক্রিয়া উদযাপন,কমিটি সূত্রে জানা যায় আমাদের বৌদ্ধ ধর্মের ঐতিহ্য প্রথা অনুুুুযায়ী প্রবীন মহাথেরো ভান্তে কে আগামী বছরে বৌদ্ধ ধর্মের নিয়মনীতি মেনে দাহ করা হবে। এক বছর পযন্ত দেহকে কফিনে রাখা হবে। সকালে ১০ টায় তাঁহার উদেশ্য আত্তা শান্তি ময় মংগল কামনা জন্য প্রদীপ পূজা,পঞ্চশীল অস্টশীল প্রার্থণা দায়ক ও দায়িকাসহ ভিক্ষু সংঘের কয়েকজন ভান্তে রা দেশনায় দিবেন। আপনার সকলে ভান্তে সুখ শান্তিময় কামনা জন্য উপাসক উপাসিকারা সাধুবাদ জানাবেন। সব্বে সত্তা সুুুুুখীতা হোন্ত জগতে সকল প্রাণী সুখী হোক।