বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বাঁশখালীতে যানজট; জনমনে দুর্ভোগ!

আপডেট:

নিজস্ব প্রতিনিধি:রহমত উল্লাহ
বাঁশখালী, চট্টগ্রাম:

চট্টগ্রামের বাঁশখালীর সড়কের যানজটে জনজীবন অতিষ্ঠ।বাঁশখালী পৌরসভার মিয়ারবাজার,কালীপুর ইউনিয়নের গুনাগরী বাজার এবং পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার।এ সড়ক গুলো বাঁশখালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক,অথচ এ সড়ক গুলো তে ঘন্টার পর ঘন্টা লেগে থাকে যানজট।

বিজ্ঞাপন

গতকাল বাঁশখালীর বিভিন্ন পয়েন্ট ঘুরে জানা যায়,যানজটের প্রধান কারণ:অব্যধ গাড়ি পার্কিং,যাএী তুলানামায় অনিয়ম,এবংস্থানীয় ব্যবসায়ী দের পণ্য তুলা ও খালাসে অনিয়ম।এই ভোগান্তি ভোগাচ্ছে সাধারণ জনজীবন কে ও।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত