শনিবার, আগস্ট ১৬, ২০২৫

বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত সহ আটক ১১ জন!

আপডেট:

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিনের নির্দেশে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় শনি ও রবিবার দুইদিন যাবৎ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত সহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন,বাঁশখালী উপজেলার ছনুয়া ইউপির ৬ নং ওয়ার্ডের খুদুকখালী এলাকার (১)আবু জাফরের ছেলে আব্দুল হালিম,(২)আব্দুর ছবুরের ছেলে আবু জাফর,(৩)আব্দুল খালেক এর ছেলে সাইফুল করীম (৪)আব্দুর ছবুরের ছেলে ডা.মোহাম্মদ ছগির। (৫)শেখেরখীল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কামাল আহমদ এর পুত্র আতাউর রহমান, (৬) ওই ইউপির ৭ নং ওয়ার্ডের নজির আহমদ এর ছেলে মোহাম্মদ কায়ছার, (৭) ওই এলাকার ১নং ওয়ার্ডের নুর আহমদ এর পুত্র মোহাম্মদ হারুন।

বিজ্ঞাপন

পরোয়ানাভুক্ত আসামিরা হলেন,
উপজেলার চাম্বল ইউপির ৩ নং ওয়ার্ডের পশ্চিম চাম্বল মুন্সিখীল এলাকার(১) মোক্তার আহমদ এর পুত্র মোহাম্মদ বাদশা মিয়া, সরল ইউনিয়নের পাইরাং এর ৯ নং ওয়ার্ড এলাকার(২) লালু চন্দ্র দের পুত্র অমল কান্তি দে, এবং বৈলছড়ী ইউপির ৮নং ওয়ার্ডের চেচুরিয়া এলাকার(৩) ফরিদ আহমদ এর পুত্র মোহাম্মদ ইউসুফ, (৪)একই উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত্যু মোহাম্মদ নবীর ছেলে মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন বলেন,শনি ও রবি, দুইদিন যাবৎ আমিসহ থানা পুলিশ সদস্যদের বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত সহ মোট ১১ জন আসামীকে আটক করা হয়।আটকদের যথাযথ আইনি প্রক্রিয়ায় কোর্টে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত