শনিবার, আগস্ট ১৬, ২০২৫

বাঁশখালীতে বিএনপি নেতা আবু মুছা ও কামরুল ইসলাম এর বিরুদ্ধে মানববন্ধন!

আপডেট:

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরিয়া ইউনিয়নের বিএনপি নেতা আবু মুছাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বাঁশখালী উপজেলা আওয়ামী,যুব, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন।

১ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে উপজেলার গেইটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, বিএনপি নেতা আবু মুছা ও কামরুলের অত্যাচার নির্যাতনে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধা পরিবার, আওয়ামী, যুব, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এসময় উপস্থিত নেতাকর্মীরা আবু মুছা ও কামরুলকে দ্রুত আইনের আওতায় আনার জন্যে প্ররাসনের প্রতি জোর দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত