মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৬ আসামিকে আটক করেছে পুলিশ।
৬ নভেম্বর(শনিবার)উপজেলা বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত সহ ৬ আসামিকে আটক করেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।আটকরা হলেন,উপজেলার সরল ইউনিয়নের মৃত্যু আব্দুল্লাহ’র ২ ছেলে মুহাম্মদ ফারুক,ও মুহাম্মদ ফোরকান,অন্য মামলার আসামি একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত্যু শাহ আলম এর দুই পুত্র মুহাম্মদ হাসান মুরাদ,ও মুহাম্মদ ইস্কান্দার,বৈলছড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মনির আহমদের ছেলে মুহাম্মদ জাকির হোসেন, নিয়মিত মামলার আসামি উত্তর জলদীর ৬ নং ওয়ার্ডের মনোরঞ্জন দেব এর ছেলে রিমন দেব।
এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন,থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত সহ ৬ জন আসামিকে আটক করেছে পুলিশ। আটকদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।