মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা নিয়ে এক নারীসহ আটক দুই জন।
৫মে(বুধবার) বিকেলে বাঁশখালী উপজেলাধীন পুঁইছড়ির ফুটখালী ব্রীজ এলাকায় বাঁশখালী -পেকুয়া প্রধান সড়কে অভিযান চালিয়ে মুহাম্মদ আব্দুল্লাহ (২০) কে একুই দিনের বিকেলে ৪ টা ২০ মিনিটে খুদিজাতুল কোবরা (খাদিজা তানিয়া)(২৮)কে আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এস আই দীপক কুমার সিংহ তার সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে উপরোক্ত দুই আসামিকে আটক করা হয়।
এসময় কক্সবাজারের ঈদগাহ থানার গজারিয়ার ৯ নং ওয়ার্ডের মৃত্যু নুরুল ইসলাম এর পুত্র মুহাম্মদ আব্দুল্লাহ’র কাছ থেকে ৪ হাজার পিস এবং একুুই জেলার পেকুয়ার রাজাখালীর ২ নং ওয়ার্ডের আব্দুল করিমের স্ত্রী খাদিজাতুল কোবরা (তানিয়া)’র কাছ থেকে ১ হাজার পিস সর্বমোট পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এব্যাপারে বাঁশখালী থানা পুলিশ এস আই দীপক কুমার সিংহ বলেন, পৃথক অভিযানে পরিচালনা করে দুই ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়েছে বলেও জানান তিনি।
বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিউল কবির আটকের সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।