শনিবার, আগস্ট ১৬, ২০২৫

বাঁশখালীতে পুলিশিংডে ও আলোচনা সভা উদযাপন!

আপডেট:

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে কমিউনিটি পুলিশিংডে উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩০ অক্টোবর(শনিবার)সকাল ১০ টা থেকে উপজেলার মিয়ার বাজারস্থ গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও থানা তদন্ত ওসি আজিজুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী(এমপি)।

বিজ্ঞাপন

উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী,সিনিয়র সহকারী পুলিশ সুপার (আনোয়ার সার্কেল)হুমায়ুন কবির,বাঁশখালী উপজেলা কমিউনিটি পুলিশ সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুল করিম শরীফি,বাঁশখালী আলাওল কলেজ এর অধ্যক্ষ মুহাম্মদ সোলাইমান।বাঁশখালী থানা পুলিশ সেকেন্ড অফিসার আখতার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,খানাখানাবাদ ইউপ চেয়ারম্যান বদরুদ্দীন আহমেদ চৌধুরী,চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তোফাইল বিন হোসাইন,পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদুল্লাহ হামিদ প্রমূখ।

বিজ্ঞাপন

সভার থানা অফিসার ইনচার্জ(ওসি)মুহাম্মদ কামাল উদ্দিন বলেন,বাঁশখালীর প্রত্যকটি এলাকায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধ,মাদক নিয়ন্ত্রণ,চুরি-ডাকাতি,চাঁদাবাজি ও দূর্নীতি বাজদের প্রতিরোধ করতে সক্ষম হয়েছে বাঁশখালী থানা পুলিশ।

মাদকমুক্ত,চুরি-ডাকাতি,সন্ত্রাস,চাঁদাবাজমুক্ত করণ সহ মডেল বাঁশখালী গড়তে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত