সোমবার, আগস্ট ১৮, ২০২৫

বাঁশখালীতে জনসমাগম রোধে বিকাশে সহয়তা দিচ্ছেন বিএনপি নেতা

আপডেট:

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালী:
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” সেই চিরন্তন সত্যকে উপলব্ধি করে বাঁশখালীর দুই হাজার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী। করোনা ভাইরাসের এই মহামারীতে দুটি বিকাশ একাউন্ট থেকে পৌঁছে দিচ্ছেন নগদ অর্থ সহায়তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি এই সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।

১৫ এপ্রিল থেকে এই সহায়তা কার্যক্রমটি চালু করেছেন এই সাবেক মন্ত্রী। এ পর্যন্ত কর্মহীন ২হাজারেরও অধিক পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন তিনি। এই কার্যক্রমটি সার্বিক তদারকি করছেন ওই বিএনপি নেতার কনিষ্ঠ পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সহ বাঁশখালী উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

অসহায় খেঁটে খাওয়া মানুষের ফোন পাওয়া মাত্র বিকাশে পৌঁছে দিচ্ছেন নগদ অর্থ সহায়তা। বাঁশখালীর ১৪টি ইউনিয়ন ও ১ পৌরসভার অসহায় প্রতিটি পরিবারকে এই কার্যক্রমের আওতায় আনা হবে জানান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। জাফরুল ইসলামের নিজ বাসা থেকে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফোন পাওয়া মাত্র প্রতিটি পরিবারকে ৫শত ১০টাকা করে বিকাশে পৌঁছে দেওয়া হচ্ছে।

অনেকে তো ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। কিন্তু উনারটা ব্যতিক্রমী উপহার। ওনি এটা বেছে নিলেন কেন- এমন প্রশ্নে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল আলম শহীদ বলেন, “সামাজিক দূরত্ব নিশ্চিত করে, স্বাস্থ্যবিধি মেনে, জমায়েত না করে সারা বাংলাদেশে এটি একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত