মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ৭ ডিসেম্বর( সোমবার) বিকেলে বাঁশখালীতে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা,পৌরসভা ছাত্রলীগ ও সরকারি আলাওল কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, বাঁশখালী পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আকতার হোসেন, এডভোকেট তোফাইল বিন হোছাইন, পৌর যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ,ওলামালীগ নেতা মাওলানা আকতার হোছাইন, ফিরোজ শাহী, উপজেলা ছাত্রলীগ নেতা ইফতেখার তালুকদার বাবু, মিজানুর রহমান, নিউটন ধর, ইমরুল হক চৌধুরী ফাহিম,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা নাঈম উদ্দিন মাহফুজ,মিজান সিকদার, মোরশেদুর রহমান নাদিম, মিজান তালুকদার, আল আমিন, পৌর ছাত্রলীগ নেতা আতিকুর রহমান টিপু, রিয়াদুল ইসলাম রনি,সোহেল আরমান,আবদুল মোমেন সাগর,এনাম উদ্দিন নয়ন, আবদুল খালেক,কলেজ ছাত্রলীগ নেতা শহীদ,সাজ্জাদ শাওন,নিউটন দাশ, মো: রুবেল, মো: জামিল, মুহাম্মদ রিয়াছ, মুহাম্মদ ফয়সাল, ইকবাল,ওমর চৌধুরী, শহীদুল কাদের বাবু, ইয়াছিন, আকতার, তৌহিদ তালুকদার, আরিফ, বাহাদুর, মুহাম্মদ হাবিব, মিজান. এনাম, দুর্জয় চক্রবর্তী, বিজয়, জয়নাল, ফেরদৌস, হালিম, রাহাত, ফখরুদ্দিন, গিয়াস উদ্দিন, রিফাজ, কফিল, কামরুল, ওসমান, মিজান, মিনার প্রমুখ
উপস্থিত নেতাকর্মীরা বলেন, স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি, পাকিস্তানের ধূসর ও উগ্রবাদীরা রাতের অন্ধকারে কুষ্টিয়ায় নির্মাণাধীন স্বাধীনতার স্থপতি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এমন ঘৃণ্য কর্মকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।