মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও আনোয়ারার সাবেক সাংসদ আলহাজ্ব আখতারুজ্জমান চৌধুরীর বাবুর ৮ম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর (বুধবার) উপজেলার পুকুরিয়ায় আখতারুজ্জমান চৌধুরী বাবু স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক মুুুহাম্মদদ. খোরশেদ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম আক্তার, সাধারণ সম্পাদক মাহাবুবুল আলী, পুকুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবুল কালাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিয়া উদ্দীন আরিফ প্রমুখ।