স্টাফ রির্পোটার:
‘Helpmeenakshi Come forward to save Meenakshi’ বছর দুয়েক আগে মেয়েটার সাথে পরিচয়। তখন সে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় এক বড় ভাইয়ের বাসায় থাকত। একবার কি যেন দরকারে সেখানে যাই এবং তার সাথে দেখা হয়। অত্যন্ত নম্র, ভদ্র, মিষ্টভাষী এবং সুন্দরী চেহারার অধিকারীনি। মাঝে মাঝে কথা হত টুকটাক, কেমন আছো, কি করছো, কোথায় আছো,,,,, এইসব।
গত কয়েকমাস যাবৎ মেয়েটার সাথে কোন কথা হয়না, এববার বলেছিল ঢাকায় আছে পড়াশুনার জন্য। কিন্তু তারপর আর কোন কথা নেই।
একটা ম্যাসেজ গ্রুপে হঠাৎ তার ছবি আর কিডনী সমস্যার কথা জানতে পেরে রীতিমত টাস্কি খেয়ে গেলাম। তারপর কথা হলো সুদীপ দার সাথে। তিনি জানালেন আজকেই তার অপারেশন। বন্ধুবান্ধবরা মিলে তাকে চিকিৎসায় সহযোগিতার চেষ্টা করছে। সেটার জন্য মিনাক্ষীর পক্ষ হয়ে অসংখ্য কৃতজ্ঞতা স্বীকার করছি।
আমি চাই মিনাক্ষীর চিকিৎসা যেন ভালোভাবে হয় এবং দ্রুত আরোগ্য লাভ করে। হয়তো তার অপারেশন হবে বা সেই টাকাটাও জোগার হবে কিন্তু একটা রোগ নির্মূল হতে কত টাকার যে ঔষুধ কিনতে হবে তা বলা মুশকিল।
তাই সকল মানব হিতৌষীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রত্যাশা আপনারা সকলেই এগিয়ে আসবে।
নিচের লেখাটি সংগৃহীতঃ-
আমাদেরই ছোট বোন মীনাক্ষী চাকমা!
আজকে সে বাঁচতে চায়, বাঁচার আকুতি নিয়ে সৃষ্টি কর্তার দরবারে চেয়ে আছে। কিন্তু অদৃষ্ট, এজন্য টাকার অংক অনেক বেশি। যা কি না তার পরিবারের পক্ষে সামাল দেয়া অনেক কঠিন, একেবারে অসম্ভবই বটে।
গণ বিশ্ববিদ্যায়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্রী ‘মীনাক্ষী চাকমা’ দীর্ঘদিন যাবত পিত্তথলিতে পাথর এবং কিডনি সমস্যায় ভুগছেন। জরুরী ভিত্তিতে ৩ ডিসেম্বরের মধ্যে তার অপারেশন করানোর জন্য প্রয়োজন প্রায় ৪-৫ লক্ষ টাকা।
এর মধ্যে তার পরিবার ১ লক্ষ ৫০ হাজার টাকা জোগাড় করতে সক্ষম হয়েছে। তার চিকিৎসার সম্পূর্ণ খরচ পরিবার-পরিজনের পক্ষে বহন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মীনাক্ষীকে বাঁচাতে আর্থিকভাবে সহযোগিতা করে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন মীনাক্ষীর বন্ধু-স্বজন।
আপনাদের ১০টি টাকাও এখন ওর অনেক বড় উপকারে আসতে পারে। মানবিকতার হাত বাড়িয়ে দিলাম আপনাদের কাছে। যার যেটুকু সামর্থ্য আছে সে ততটুকু দিয়ে তাকে সাহায্য করবেন, যাতে সে আবার নতুন জীবন ফিরে পায়।
সাহায্যের জন্য: সুদীপ চাকমা (মেয়ের বড় ভাই)
বিকাশ: 01675911545
নগদ: 01721638738
রকেট: 01682937903
টাকা পাঠানোর পূর্বে অবশ্যই ফোনে যোগাযোগ করে নিবেন।
গত পরশু তার একজন বান্ধবী আমাকে ফোন দিয়ে সাহায্যে চেয়েছে। আমিও আপনাদের সহযোগিতা কামনা করছি।
পোষ্টটি শেয়ার করে হোক মিনাক্ষী চাকমার চিকিৎসায় সহযোগিতা করুন।