সোমবার, আগস্ট ১৮, ২০২৫

বসুন্ধরা শপিংমলের ভবন থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের ভবন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। বুধবার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা শপিংমলের নিরাপত্তা কর্মী আলমগীর হোসেন জানান, বিকেলে ৫টার দিকে শপিং মলের উপর থেকে সিঁড়ির ফাঁকা জায়গা দিয়ে লাফিয়ে পড়েন ওই যুবক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
©সময় সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত