মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আজ (৩)মে বর্ষিয়ান রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭৫ তম জন্মদিন।বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য,চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,আনোয়ারা কর্ণফুলির প্রাক্তন সংসদ সদস্য,মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান রাজনীতিবিদ প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭৫তম জন্মদিন আজ।
আখতারুজ্জামান চৌধুরী বাবু ১৯৪৫ সালের ৩রা মে চট্টগ্রামের আনোয়ারা থানার হাইলধর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম নুরুজ্জামান চৌধুরী। তিনি ছিলেন আইনজীবি ও জমিদার।তার মাতার নাম খোরশেদা বেগম এবং স্ত্রী নুর নাহার জামান চৌধুরী।
আখতারুজ্জামান চৌধুরী বাবু ১৯৫৮ সালে পটিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ঢাকার নটরডেম কলেজে ভর্তি হন। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় বৃত্তি পেয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইলিয়ন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে ভর্তি হয়ে অ্যাসোসিয়েট ডিগ্রী নিয়ে ১৯৬৪ সালে তিনি দেশে ফিরেন।
ব্যক্তিগত জীবনে আখতারুজ্জামান চৌধুরী বাবু’র স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে আছে। তিন ছেলে মধ্যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বর্তমান সরকারের ভূমিমন্ত্রী, আনিসুজ্জামান চৌধুরী রনি এবং আসিফুজ্জামান চৌধুরী জিমি পারিবারিক ব্যবসা বাণিজ্য দেখাশুনা করেন। সবাই স্ব-স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।
চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের এই সাবেক সভাপতি বিগতকালে চারবার সাংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নবম জাতীয় সংসদে তিনি ছিলেন পাট ও বস্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
২০১২ সালের ৪ নভেম্ভর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ আখতারুজ্জামান চৌধুরী বাবু মিয়ার ৭৫ তম জন্মদিনে আনোয়ারা-কর্নফুলীর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকল জনসাধারণ তাঁহার আত্মার মাগফিরাত কামনা করেন।