শনিবার, আগস্ট ১৬, ২০২৫

‘বর্তমান উপলব্ধিতে কবরের জীবন’-

আপডেট:

‘বর্তমান উপলব্ধিতে কবরের জীবন’

” জীবন হয়ে উঠছে অতিষ্ট
থাকতে চাই না আর ঘরে
একবার চিন্তা করে দেখ
কেমনে থাকবে আঁধার কবরে “

এই অল্প কদিনেই লাগছে এত খারাফ,না জানি আঁধার কবরে থাকতে করবো কত বিলাপ,এখন তো আছি তাও অনেক বড় ঘরে,কবরে তো থাকবো শুধু তিন হাত মাটির খুঁটিরে,আপনজনরা শুনছে এখন আমার আলাপ,কবরে তো থাকবে না কোন স্বজন প্রীতির প্রেমালাপ ,কে শুনবে তখন আমার আর্তনাদ,কিভাবে প্রকাশ করবো তখন মনের সংলাপ,কে দেখবে আমার বুকভাঙ্গা কঠিন আঘাত। সেখানে তো চিনবে না আমায় মা-বাবা, ভাই-বোন, আত্নীয়-স্বজন, আমি আর আমিই হবো আমার সংযোজন,বিচ্ছেদের আগুনে হবো দহন,হতাশ হবো দেখে নেক আমল ছাড়া দুনিয়ার জীবন।

বিজ্ঞাপন

” কেমনে থাকব আঁধার কবরে
নির্জনে নিরালায়
আঁধার ছিঁড়ে আসবে কি আলো
আমার আঙ্গিনায় “

করবো প্রলাপ খোদার কাছে,ফিরে যেতে আবার দুনিয়ার মাঝে,করে আসতে কিছু নেক আমল,আঁধার কবর করতে আলোক উজ্জ্বল। আফসোস সেদিন থাকবে না সুযোগ, কাটাতে কবরের দূর্যোগ,হবো সেদিন চিন্তিত, কেন করিনি নিজেকে খোদার প্রেমে নিহিত,পেতাম রহমত অফুরন্ত,হতাম না আজ বিপদগ্রস্ত।

বিজ্ঞাপন

” এখনো সুযোগ আছে
রাখতে খোদারে তোমার মাঝে
মৃত্যু নেই বেশি দূরে
এই বুঝি সাজতে হলো লাশের সাজে”

” হঠাৎ একদিন হবে নিখোঁজ
মিলবে না আর তোমার খুঁজ
আসবে না আর ফিরে
হারিয়ে যাবে অজানা ভিড়ে “

এই ঘর বন্দি, মনে করিয়ে দিচ্ছে কবরের জীবনচ্ছন্দি, কত বড় জীবন সেখানে, দুনিয়ার জীবন তাই তুচ্ছ তার সনে। উপলব্ধি কর জীবন,এই বুঝি হলো মরণ,পাবে না আর চিন্তার অবকাশ ,নফ্সের তাড়নায় হবে সর্বনাশ।
থেকো না আর বেপরোয়া,কর মৃত্যুর পরোয়া, যেতে হবে কবরে,থাকতে হবে একলা আঁধার ঘরে,থাকবে না সেথায় কোন সাথী, তাই ইবাদতে নিজেকে কর ভ্রতী,পেতে কবরে নূরের বাতি,করতে হবে মন্দ কাজের ইতি, সূচনা কর সুন্দরের,মিলবে খাটি সুখ অন্তরের,উভয় জাহানেই হবে কামিয়াব,ঘটালে দুনিয়ায় ইবাদতের প্রার্দুভাব,মিলবে নাজাত,হলে সুজাত।

وَمِنهُم مَن يَقولُ رَبَّنا آتِنا فِي الدُّنيا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنا عَذابَ النّارِ

আর তাদের মধ্যে এমনও আছে, যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।

[২:২০১] আল বাকারা

সাড়া দাও খোদার ডাকে
মিলবে রহমত
খোদার পায়ে আরজি দিলে
পাবে অফুরন্ত নিয়ামত

এই কোয়ারেন্টাইন আমাদের মনে করিয়ে দিচ্ছে কবরের কথা,সেই জীবন ও তো নির্জনে গাঁথা, কেমনে থাকবো সেথা,ভেবে পাই না কথা, আল্লাহ সবাইকে বুঝার তাওফিক দিন আমিন! আমিন

‘সময় থাকতেই বুঝ
নূরের নিয়ামত খুঁজ
চলে গেলে কবরে
পাবে না কিছু ফিরে’

লিখা- সিয়াম আহমেদ রাকিব
৭ মে ২০০০ বিশ

শিক্ষার্থী : চট্টগ্রাম প্রকৌশল বিশ্ব বিদ্যালয় স্কুল এন্ড কলেজ( চুয়েট)
(৯ম শ্রেণি বিজ্ঞান বিভাগ)

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত