বরই গাছের কাঁটায় চোখে গুরুতর আঘাত পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় চট্টগামের সন্তান আফতাব।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ত্রোপচারের পর চোখে বিদ্ধ কাঁটা বের করে বর্তমানে বিশ্রামে রয়েছেন আফতাব।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্তানদের নিয়ে বাড়ির ছাদে গিয়েছিলেন আফতাব। সেখানেই ছাদের লাগোয়া বরই গাছের কাঁটা বিঁধে যায় চোখে। মানবশরীরের স্পর্শকাতর অঙ্গ চোখ, কাঁটার আঘাত সহ্য করা চাট্টিখানি কথা নয়। দ্রুতই আফতাবকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার করে তার চোখ থেকে কাঁটা বের করা হয়।
দুর্ঘটনার কথা নিশ্চিত করে তার স্ত্রী জানিয়েছেন, অন্তত সপ্তাহখানেক সময় লাগবেই সেরে উঠতে। পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে এই আঘাত সারাতে মাসখানেক সময়ও লাগতে পারে আফতাবের।
তিনি আরো বলেন, ‘ছাদে বরই গাছের কাঁটা লেগে চোখে ব্যথা পেয়েছে। চোখে কাঁটা ঢুকে গিয়েছিল। গতকাল বাচ্চাদের নিয়ে ছাদে খেলছিল, হঠাৎ করেই বরই গাছের কাঁটা ঢুকে যায়। এখন আলহামদুলিল্লাহ্ ভালো আছে। অস্ত্রোপচার করে কাঁটা বের করা হয়েছে, বিশ্রামে আছে। আল্লাহর রহমতে এখন ভালো আছে।’ বেপরোয়াভাবে আঘাত পেলেও আফতাবের চোখের মারাত্মক কোনো ক্ষতি হয়নি। অস্ত্রোপচার-পরবর্তী বিশ্রাম শেষে পুরোপুরিই সেরে উঠবেন আফতাব।