সিটি ডেস্ক,
প্রতিবছর ১লা জানুয়ারি জাতীয় শিক্ষাবোর্ড এর উদ্দ্যোগে দেশের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এ আয়োজন করা হয় বই-উৎসব এর। কিন্তু এবছর নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রকোপ এর কারনে হতে যাচ্ছে না বই-উৎসব। যার কারণে শিক্ষার্থীদের মনের মাঝে যেন এক তীব্র বিচ্ছেদ যন্ত্রণা।
প্রতিবছর শিক্ষার্থীরা এই দিনটির অপেক্ষায় থাকে, দীর্ঘ এক ছুটির পর দেখা হবে তাদের সহপাঠী বন্ধুদের সাথে এবং নতুন বইয়ের ঘ্রাণ নিবে। কিন্তু এবছর এসব কিছুই হচ্ছে না করোনা মহামারীর কারনে। তাই শিক্ষার্থীরা যেন প্রায় সকলেই হতাশ।
উল্লেখ্য, এবছর জাতীয় শিক্ষাবোর্ডের নির্দেশে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ভাগ-ভাগ করে বই বিতরণ করা হবে ভিন্ন ভিন্ন দিন।