বিনোদন ডেস্ক:
সাধারণত নভেম্বরের শেষের দিকেই বাংলাদেশে শীতকাল ভালোভাবেই শুরু হয়ে যায়। এবং ক্রিকেটপ্রেমীদের জন্য এবারের চরম শীতে গরম হাওয়া বয়ে আনতে বিসিবি আয়োজন করতে যাচ্ছে ৫ দলের ধুমধাড়াক্কার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আসর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।
আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টায় এই আসরের প্লেয়ার্স ড্রাফটস। ৪টি ক্যাটাগরিতে আছেন মোট ১৫৭ দেশি ক্রিকেটার।
‘এ’ ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এই ক্যাটাগরির প্রত্যেকের ভিত্তি মূল্য ১৫ লাখ টাকা।
মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসাইন, লিটন দাশ, সৌম্য সরকার, রুবেল হোসাইন, তাসকিন আহমেদ, মমিনুল হক, মেহেদী মিরাজ, নাঈম শেখ ও শফিউল ইসলাম, আল-আমীন হোসাইনদের মতো ক্রিকেটাররা আছেন ১০ লাখ টাকার ‘বি’ ক্যাটাগরিতে।
৬ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরিতে আছেন সাব্বির রহমান, নাঈম হাসান, এবাদত হোসাইন, আমিনুল ইসলাম বিপ্লবের মতো ক্রিকেটাররা।
এবং সবশেষ ৪ লাখ টাকার ‘ডি’ ক্যাটাগরিতে মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফীসদের মতো অভিজ্ঞদের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটাররাও। এছাড়াও ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি ক্রিকেটার রবিন দাশও আছেন এই ক্যাটাগরিতে।
বিসিবির বেধে দেওয়া বিপ টেস্ট স্কোর তুলতে ব্যর্থ হওয়ায় সোহাগ গাজী ও নাসির হোসাইনের মতো ক্রিকেটারদের নাম ড্রাফটসেই তোলা হয় নি। এছাড়া ইঞ্জুরিতে থেকে ফিরলে যেকোনো দল চাইলে নিতে পারবে মাশরাফিকেও৷
বিপিএলের আদলে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়েই আয়োজিত হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগের ৫ দলের নামও চূড়ান্ত। বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী।
প্রতিটি দল সর্বোচ্চ ১৬ ক্রিকেটার দলে নিতে পারবে। আর এমন হলে ৫ দল মোট পাবে ৮০ জন ক্রিকেটার। অর্থাৎ বাদবাকি ৭৭ জন দল পাচ্ছেন না। তবে তারা ড্রাফটসেই থেকে যাবেন। ইঞ্জুরিতে পড়ে কোন খেলোয়াড় ছিটকে গেলে ফ্র্যাঞ্চাইজিগুলো এই অবিক্রীতদের থেকেই ক্রিকেটার নিতে পারবে৷
করোনার কারণে মাঠে দর্শক থাকছে না তবে ঘরে বসেই উপভোগ করা যাবে আসরটির সবগুলো ম্যাচ কেননা এই টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে। বাংলাদেশের প্রথম স্পোর্টস টিভি চ্যানেল টি-স্পোর্টস ইতিমধ্যে এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেয়ে গেছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের ২২ তারিখ থেকেই মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে এই আসরটির।
গুঞ্জন আছে ভেন্যু বাড়িয়ে মিরপুরের বাইরে ফতুল্লাতেও কিছু ম্যাচ আয়োজন করতে পারে বিসিবি তবে আনুষ্ঠানিক কোন ঘোষণা এখনো আসেনি।
উল্লেখ্য, আগামী জানুয়ারিতে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ক্যারিবিয়ানদের। বিসিবির এখন চোখ সেই সিরিজটিকে পুরোপুরি কোন ঝামেলা ছাড়াই আয়োজন করার দিকে তাই তাদেরকে আশ্বস্ত করতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সফলভাবে আয়োজন করার জন্য বাড়তি নজর দিচ্ছে বিসিবি।
তবে এই টুর্নামেন্টটি টাইগার ভক্তদের জন্য আরও বেশী আকর্ষণীয় কেননা বাংলার জান বাংলার প্রাণ সাকিব আল হাসান ১ বছরের নিষেধাজ্ঞা শেষে এই টুর্নামেন্ট দিয়েই মাঠের ক্রিকেটে ফিরছেন। ইতিমধ্যে বিপ টেস্টে আজ সবাইকে চমক দিয়েছেন সাকিব। বিসিবির বেধে দেওয়া বেঞ্চমার্ক স্কোর ১১-কে বুড়ো আঙুল দেখিয়ে ১৩.৭ স্কোর করেছেন সাকিব! যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
যদিও পরবর্তীতে জানা গেছে যে একটি গুজব ছিল। মিনহাজুল আবেদিন নান্নু নিশ্চিত করেছেন ১৩.৭ নয় বরং সাকিব বেঞ্চমার্ক স্কোর ১১ করতে পারেননি তবে ১১ এর কাছাকাছি গেছেন। অন্যদিকে ইয়ো-ইয়ো টেস্টেও তিনি স্ট্যান্ডার্ড স্কোর করতে না পারলেও ফিটনেস ট্রেনাররা তার স্কোরে খুশী। তাই আসন্ন টুর্নামেন্টে তার খেলতে কোন বাধা নেই।
এখন কোন দলের হয়ে আবারও মাঠ মাতাতে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডারকে সেটার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। উল্লেখ্য রাজধানীর একটি হোটেলে নীরবেই হচ্ছে এই ড্রাফটস। সম্প্রচার হবে না টিভিতে, উপস্থিত থাকবে না কোন সাংবাদিকও। প্রতি রাউন্ড শেষে বিসিবি-ই তথ্য সরবারাহ করবে বলে জানা গেছে।