সোমবার, আগস্ট ১৮, ২০২৫

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রলীগের মশাল মিছিল

আপডেট:

রিয়াজুল করিম রিজভী,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে গতকাল রাতে১১ই ডিসেম্বর (শুক্রবার) নগরীর আগ্রাবাদ এলাকায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের অন্যতম নেতা এম. আই হোসেন সাহিদ এর নেতৃত্বে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত নুরুল ইসলাম,আহিল রাজ রুবেল, আজিম সিকদার,আরিফ চৌধুরী,শশী,আদনান তুষার,মুজিবুল আলম ইনু,সবুজ,সুমন হাসান,রাইসুল মাহমুদ,রিজবি,সিহাব আহসান,রাকিব,কিবরিয়া শুভ,সোহান সানি,নাবেদ,সিফাত,শান্তু ধর,আবির আফরিন,সাদাফ মারুফ, সাহিল,মিনহাজ প্রমুখ।এ সময় মশাল মিছিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীরা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুর ও অবমাননাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে প্রশাসন এর প্রতি জোর দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত