মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারার উপজেলার বখতিয়ার সোসাইটি ইউ,এস,এ আহবায়ক কমিটির উদ্দোগে ৩২০ টি পরিবারকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মহামারি করোনা ভাইরাস ও আসন্ন রমজান উপলক্ষে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।
আজ সকালে বখতিয়ার সোসাইটির নিজস্ব কার্যালয়ে সোসাইটির সভাপতি বাবুল হক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৪নং বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।
এ পর্যন্ত বখতিয়ার সোসাইটির উদ্দোগে চার দফায় প্রায় এক হাজার পরিবারর নিকট ত্রাণ ও ইফতার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন সংগটনের সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন এই করোনার সময়ে সবচেয়ে ঝুঁকিরর মধ্যে আছেন আমাদের ইউ,এস,এ প্রবাসীরা।তার পরেও তারা দেশের জন্য অনেক চিন্তা করেন।এবং তাদের সহযোগিতা আজ পর্যন্ত এক হাজার অসহায় দরিদ্ররা ত্রাণ পেয়েছেন।তাই আমরা তাদের জন্য দোয়া করব যাতে তারা বেঁচে থেকে এভাবে সবসময় মানুষের মানবতার কল্যানে এগিয়ে আসতে পারেন।
এতে আরো উপস্থিত ছিলেন, বখতিয়ার সোসাইটির সভাপতি বাবুল হক বাবু,সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম,আলহাজ আবদুর রহিম,বখতিয়ার শতাব্দীর চেয়ারম্যান নুরুল হক আমিরী।
এ সময় ইউ,এস,এ প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মুজিবুর রহমান,মোঃ ইলিয়াছ,ফরিদ মাজিদ ইলিয়াছ আলী সহ সংগঠনের সদস্যরা।