মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলা বখতিয়ার সোসাইটির উদ্দোগে ৩৫০টি পরিবার খাদ্যসামগ্রী ত্রাণ বিতরণ করা হয়। আজ ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বখতিয়ার সোসাইটির কার্যালয়ে সম্পন্ন হয়।
এসময় বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন,এই করোনা ভাইরাসের মহামারি পরিস্থিতে অসহায় এবং ঘরে থাকা মানুষদের সহযোগীতায় এগিয়ে আসি।আবং আমরা মানুষকে একত্রিত না করে সবাই ঘরে ঘরে এভাবে ত্রাণ পৌছে দিলে জনসমাগম আর হবেনা।
এসময় উপস্থিত ছিলেন,বখতিয়ার সোসাইটির চেয়ারম্যান বাবুল হক এবং বখতিয়ার সোসাইটির সকল দায়িত্বশীলবৃন্দ।