রবিবার, আগস্ট ১৭, ২০২৫

ফ্রিডম বার্ডস অব সন্দ্বীপের খাদ্য দ্রব্য বিতারণ

আপডেট:

ইলিয়াছ সুমন,
সামাজিক সংগঠন ফ্রিডম বার্ডস সন্দ্বীপের উদ্যেগে নোবেল করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরা অসচ্ছল ও গরীবদের মাঝে আজ ১০ এপ্লিল ২০ বেলা ৩ টায় কাছিয়াপাড় বটতলী মার্কেটে প্রায় ১০০ টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাওল ২ কেজি আলু ১ কেজি সোয়াবিন তৈল ১ কেজি ছোলা, ১ টি ডেটল সাবান বিতান বিতারণ করা হয়।

ত্রান বিতারন কালে উপস্হিত ছিলেন উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মগধরা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রাকিবুল মাওলা।প্রভাষক আকবর হোসেন জাবেদ।সংগঠনের সমন্বয়ক জনাব,আলাউদ্দিন আকাশ।সংগঠনের সহ সভাপতি তাওহীদুল মাওল,সাধারণ সম্পাদক জনাব আরিফুল ইসলাম সহ অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত