স্পোর্টস ডেস্ক:
গেল মার্চ মাস থেকে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত ছিল। তবে আট মাসের মাথায় এসে তিনধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের ১৮৭তম অবস্থান থেকে বাংলাদেশ উঠে এসেছে ১৮৪তম অবস্থানে। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯২০।
মূলত ঘরের মাঠে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়ােজিত নেপালের বিপক্ষে মুজিববর্ষ প্রীতি সিরিজ ১-০ ব্যবধানে জেতার প্রভাব পড়েছে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে। নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতে নেয়। পরের ম্যাচটি করে গােলশূন্য ড্র। এতে মােট ৬ রেটিং পয়েন্ট যুক্ত হয় বাংলাদেশের নামের পাশে। আর র্যাঙ্কিংয়ে উন্নতি হয় তিন ধাপ।
এদিকে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লাতিন আমেরিকা অঞ্চলের কাতার বিশ্বকাপ বাছাইপর্বের চার ম্যাচের তিনটিতে জয় পাওয়া আর্জেন্টিনারও। তারা একধাপ উন্নতি করে উঠে এসেছে সপ্তম স্থানে। পেছনে ফেলেছে। উরুগুয়েকে। আর্জেন্টিনার রেটিং পয়েন্ট এখন ১৬৪২। উরুগুয়ের ১৬৩৯।
উল্লেখ্য, ১৭৮০ পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষেই রয়েছে বেলজিয়াম, ২য় স্থানে ফান্স এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।