মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
মহামারি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশে ১৯ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ঘরবন্ধি হয়ে চরম বিপাকে পড়েছে গরীব, অসহায় ও শ্রমজীবী মানুষরা। এমন সংকটপূর্ণ সময়ে নিজের কাঁধে করে এসব গরীব-হতদরিদ্র মানুষদের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন হারুয়ালছড়ির কৃতিসন্তান,বিশিষ্ট ব্যবসায়ী এবং গাউছিয়া রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসা সভাপতি আমানুল হক আমান।
বৃহস্পতিবার (২রা এপ্রিল) সকালে তিনি হারুলয়াছড়ি বিভিন্ন এলাকায় সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তাঁর এমন মানবিক কর্মকাণ্ড দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন হতদরিদ্র-খেটে খাওয়া মানুষগুলো। অন্যদিকে গাউছিয়া রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসা সভাপতি আমানুল হক আমান এমন ব্যতিক্রমী উদ্যোগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। তাঁর এ কর্মকাণ্ড বর্তমান পরিস্থিতিতে জনপ্রতিনিধি, সমাজের বিত্তবানসহ সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে মনে করছেন সকলে।
এ বিষয়ে আমানুল হক আমান জানান, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য আমি অসহায় মানুষদের নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ ভবিষ্যৎও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে, অসহায় ঘরে পৌছে দিব খাবার।
ত্রাণ বিতরণকালে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন, হারুয়ালছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইমান, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব হারুয়ালছড়ি ইউনিয়ন নেতা বাবর, প্রমুখ উপস্থিত ছিলেন।