মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ
কোভিট-১৯ (করোনা ভাইরাস) প্রাদুর্ভাবে গৃহবন্দী হয়ে পড়েছে মানুষ, বন্ধ হয়ে গেছে একমাত্র আয়ের উৎস, এমতাবস্থায় ফটিকছড়ির হতদরিদ্র, মধ্যবিত্ত ও প্রবাসী যারা এখনো কোন ধরণের সরকারি বা বেসরকারি কোন সংস্থা থেকে সহযোগিতা পাননি ও যারা লজ্জায় বলতেও পারছেন না আবার সইতেও পারছেন তাদের তালিকা করে দশ হাজারের বেশি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়ার যৌথ উদ্যেগ নিয়েছে ফটিকছড়ি সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।
রবিবার (১৯ এপ্রিল) রাতে প্রথম পর্যায়ে উপজেলার দাঁতমারা, নারায়ণহাট ও ভুজপুর ইউনিয়নে হতদরিদ্র, মধ্যবিত্ত ও প্রবাসী ১৫০০ পরিবারের মাঝে তালিকা অনুযায়ী ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব ও তার সহযোগীরা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপজেলার জন্য শিশু খাদ্য সহ করোনা দূভোর্গে পড়া মানুষদের জন্য ৭বার ত্রাণ পাঠিয়েছেন, আমরা ফটিকছড়িবাসী উনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পাশাপাশি মাননীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ও আমার যৌথ সমন্বয়ে যারা এখনো কোন ধরণের সহযোগিতা পাননি বা যারা লজ্জায় কাউকে বলতে পারছেন না তাদের তালিকা করে দশ হাজারের বেশি পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি, একইসাথে সব সময় অসহায় অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানো’র আশ্বাস ও দেন তিনি।