মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
বিশ্বব্যাপী যখন করোনার প্রার্দুভাবে মানুষ দিশেহারা, প্রতিদিনই মৃত্যুর মিছিলের পাল্লা ভারী হচ্ছে, অসংখ্য মানুষ মরছে চিকিৎসা অভাবে ঠিক এমন একটি মুহুর্তে ফটিকছড়ি ২০ শয্যা হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল করার ঘোষণা দেন ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারি। এতে হাসপাতালটিকে গড়ে তুলতে ফটিকছড়িবাসীকে এগিয়ে আসার আহবান জানান ফটিকছড়ি গণমানুষের প্রিয়মূখ ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সায়েদুল আরেফিন।
তার আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসছে, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, সামাজিক সংগঠন, অবুঝ শিশুসহ ধনী-গরিব ফটিকছড়ির অপমরজনতা।
ফটিকছড়িবাসীর স্বপ্নের কোভিড-১৯ হাসপাতাল শীঘ্রই বাস্তবে রূপ দিতে এবার এগিয়ে এসেছে নবগঠিত মানবিক সংঘঠন ‘তারুণ্য’।
২৮ জুন (রবিবার) ফটিকছড়ি মানবিক সংগঠন তারুণ্যের পক্ষ থেকে হাসপাতালের জন্য ৩০ হাজার ৬০০ টাকা অনুদান তুলে দেন ফটিকছড়ি উপজেলা আপদকালীন তহবিলে মোহাম্মদ সায়েদুল আরেফিন এর হাতে।
এই সময় উপস্থিত ছিলেন, সাব্বির,রাফি, নিহাল, রিহাব, আরফাত, শান্ত
সংগঠনের সদস্যারা বলেন, ফটিকছড়ির শিল্পপতি, দানবীর, ব্যবসায়ী, প্রবাসী, ছাত্র সমাজ, সামাজিক সংগঠনসহ সকল শ্রেণীর মানুষের মানবিকতার মধ্য দিয়ে আগাচ্ছে আমাদের বহুল কাঙ্কিত ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতাল। কোভিড-১৯ হাসপাতালের জন্য আমরা ৩০,৬০০ প্রদান করতে সক্ষম হয়েছি। ‘তারুণ্যের’ সদস্য ছাড়াও আমাদের অনেক মানবিক ভাই সহায়তা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তারা আরো বলেন, ফটিকছড়ির সাংসদের অনুদান ঘোষণার মধ্য দিয়ে আমরা স্বপ্নের হাসপাতাল রুপান্তরের ধারপ্রান্তে। এভাবে সকলে এগিয়ে আসলে শীঘ্রই পুরোদমে চালু হবে ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতাল।