সোমবার, আগস্ট ১৮, ২০২৫

ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক আর নেই

আপডেট:

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
উত্তর চট্টলার ফটিকছড়ি উপজেলা অাওয়ামীলীগের সভাপতি মজিবুল হক মারা গেছেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

শনিবার (১১ই এপ্রিল) বিকাল ৪ টার দিকে তিনি নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

এর অাগে গত ৭ এপ্রিল তিনি ব্রেইন স্ট্রোক করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে কিছুটা সুস্থ হওয়ার পর আবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় ১১ই এপ্রিল বিকাল ৪টার দিকে তিনি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে অাওয়ামীলীগসহ রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ও ফটিকছড়িবাসী সহ দেশ বিদেশের অনেকেই গভীর ও সমবেদনা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত