মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

ফটিকছড়িতে ৪ হাজার পরিবারের নারীদের মাঝে বীজ বিতরণ সম্পন্ন।

আপডেট:

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
করোনা পরিস্থিতিতে খাদ্য ঘাটতি মোকাবেলায় বসত বাড়ির আঙ্গিনায় পতিত জায়গায়/ জমিতে শাক সবজির বীজ রোপণের জন্য ফটিকছড়ি উপজেলা পরিষদের পক্ষ থেকে ৪হাজার পরিবারের নারীদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলা পরিষদের মাঠে ৪হাজার নারীদের মাঝে শাকসবজির বীজ বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা প্রমুখ।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বলেন, করোনা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪হাজার পরিবারের নারীদের মাঝে শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত