বুধবার, আগস্ট ১৩, ২০২৫

ফটিকছড়িতে ৩টি বিরল প্রজাতির লজ্জাবতী বানরকে অবমুক্ত

আপডেট:

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাজারিখিল অভয়ারণ্যে ৩টা বিরল প্রজাতির লজ্জাবতী বানরকে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৩ই জুলাই) বিকাল ৫টায় চট্টগ্রাম চিড়িয়াখানার একটি টিম এসে এ বিরল প্রজাতির বানর গুলাকে অবমুক্ত করেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, চট্টগ্রাম চিড়িয়াখানার একটি বিশেষ টিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রমুখ।

এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে নিয়ে এসে ফটিকছড়ি হাজারিখিল অভয়ারণ্যে ৩টা বিরল প্রজাতির লজ্জাবতী বানরকে অবমুক্ত করা হয়েছে। লজ্জাবতী বানর গাছের উঁচু শাখায় থাকতে পছন্দ করে। বাংলাদেশে পাহাড়ি চিরসবুজ বনে পাওয়া যায়, তবে আর্দ্র পত্রঝরা বনে থাকার তথ্য রয়েছে। এসবকিছু যাচাই-বাছাই করে হাজারিখিল অভয়ারণ্যে এ তিন লজ্জাবতী বানরকে এখানে অবমুক্ত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত