মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যখন পুরো বিশ্ব চুপসে যাচ্ছে এমন পরিস্থিতিতে দেশের এই সংকটময় মুহূর্তে বরাবরের মত এবারও অসহায় মানুষদের পাশে দাড়াচ্ছেন ফটিকছড়ির কৃতি সন্তান, পেশাজীবি নেতা (বিএমএ) ডাঃ জয়নাল আবেদীন মুহুরী।
নিজের চাকরীর এক মাসের বেতনের সাথে ব্যক্তিগত আরও টাকা দিয়ে অসহায়দের পাশে দাড়াচ্ছেন তিনি।
সোমবার (৩০ মার্চ) উক্ত টাকার মধ্য থেকে কিছু পরিমাণ টাকা উপজেলা প্রশাসনের করা ফান্ডে প্রদান করা হয় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সায়েদুল আরেফিন বরাবর।
সে সাথে তিনি ফটিকছড়ির মানুষকে টেলিফোনে চিকিৎসা সেবা দিতে ৫ জনের একটা চিকিৎসক টিম গঠন করেন। পাশাপাশি এই সংকটময় মুহূর্তে ফটিকছড়ি উপজেলার যে সকল বাচ্চা রোগীর অভিবাবক দারিদ্র হবে সে সকল বাচ্চা রোগীদের জন্য তিনি বিনামূল্যে বাড়িতে ঔষধ পাঠানোর ব্যবস্থা করেছেন।
ডাঃ জয়নাল আবেদীন মুহুরীর এ মহৎ উদ্যেগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সায়েদুল আরেফিন বলেন, ‘ এ বৃহৎ ফটিকছড়ির কেটে খাওয়া মানুষ অনাহারে থাকতে পারেনা ডাঃ জয়নাল আবেদীন মত বিত্তবানদের এগিয়ে আসার আহবান করেন তিনি।’