মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পটিয়া স্টুডেন্ট’স ফোরামের’ ইফতার মাহফিল সম্পন্ন!

আপডেট:

সায়েম মাহমুদ,
চট্টগ্রামের স্বনামধন্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পটিয়ার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

১৩ই রমজান, শুক্রবার পটিয়ার নোঙর রেস্তোরাঁয় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে অধ্যয়নরত পটিয়ার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আইন অনুষদের শিক্ষার্থী সাকিব মাহমুদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন “প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পটিয়া স্টুডেন্ট’স ফোরামের ইফতার মাহফিল” যেন এবছরের ন্যায় প্রতিবছরই আয়োজন করা হয়। একই সাথে পটিয়াস্ত সকল শিক্ষার্থীরা যেন সবসময় এই স্টুডেন্ট ফোরামের অধীনে ঐক্যবদ্ধ থাকেন। যেকোনো সমস্যা সমাধানে যেন সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে এই আহবান জানানো হয়।

ইফতার পরবর্তী সময়ে সবার মধ্যে পরিচিতি ও কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত