বুধবার, আগস্ট ১৩, ২০২৫

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের আয়োজনে ‘ব্যাটল অব চ্যাম্পিয়নস ২০২৫’-এর জমকালো উদ্বোধন

আপডেট:

সায়েম মাহমুদ,
প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে ‘ব্যাটল অব চ্যাম্পিয়নস ২০২৫’ প্রতিযোগিতার গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। ০৬ আগস্ট ২০২৫, বুধবার, বেলা ৩টায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির।

উদ্বোধনকালে তিনি বলেন, শুধুমাত্র পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানই একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ করে না, তার পাশাপাশি প্রয়োজন নেতৃত্বদানের ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, দলগত সহযোগিতা ও প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করার মানসিকতা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সেই সক্ষমতাগুলো বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘ব্যাটল অব চ্যাম্পিয়নস ২০২৫’ প্রতিযোগিতাটি শুধু একটি গেমিং টুর্নামেন্ট নয়, এটি একাধারে শিক্ষার্থীদের প্রযুক্তিজ্ঞান, কৌশলগত চিন্তা ও সৃজনশীলতা চর্চার একটি প্ল্যাটফর্ম। আমি আশা করি, এই আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজিত হবে এবং জাতীয় পর্যায়েও প্রিমিয়ার ইউনিভার্সিটির নাম তুলে ধরবে।

বিজ্ঞাপন

আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী মিনহাজ উদ্দিন হাসান। তিনি এই আয়োজনের রূপরেখা, সময় নির্ধারণ ও সে অনুযায়ী দায়িত্ব বণ্টনের বিষয়ে বিশেষ বক্তব্য প্রদান করেন। তিনি আরও বলেন, এই আয়োজন আমাদের বিভাগীয় শিক্ষার্থীদের মাঝে বন্ধন, উদ্দীপনা এবং সৃজনশীলতা গড়ে তুলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহিদ মো. আসিফ ইকবাল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিজ্ঞান অনুষদের সহকারী ডিন মোহাম্মদ ইফতেখার মনির, আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান ও প্রিমিয়ার ইউনিভার্সিটির সহকারী প্রক্টর অনুপ কুমার বিশ্বাস, অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর বদরুল হাসান আউয়াল এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও প্রিমিয়ার ইউনিভার্সিটির সহকারী প্রক্টর মুহাম্মদ হাসান।
অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে লোগো উন্মোচন, ট্রফি উন্মোচন এবং লিডারবোর্ড উন্মোচন করেন উপস্থিত অতিথিবৃন্দ। রুলস বুক সবার কাছে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা, যাঁদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

বিজ্ঞাপন

এই প্রতিযোগিতা চলবে আগামী ১১-১৩ আগস্ট ২০২৫ পর্যন্ত। রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ‘ব্যাটল অব চ্যাম্পিয়নস ২০২৫’-এ ই-স্পোর্টস (ই-ফুটবল, ফ্রি ফায়ার, পাবজি), ইনডোর গেমস (লুডু, কেরাম, দাবা, চেয়ার গেম, কিকঅফ, রোবো কিউব) এবং আউটডোর ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। বিশেষ সেগমেন্টে ফিফা (পিসি) খেলায় শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করতে পারবেন।
১৩ আগস্ট ২০২৫ তারিখে একটি আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর মধ্য দিয়ে ‘ব্যাটল অব চ্যাম্পিয়নস ২০২৫’-এর ইতি ঘটবে। সেখানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। বিভাগের সেরা ব্যাচকে নানা ইভেন্টে অর্জিত পয়েন্টের ভিত্তিতে পুরস্কৃত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত